ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৮৮৩

 বৃহস্পতিবার দু`দফায় এমপিদের  শপথ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০২ ২ জানুয়ারি ২০১৯  

সংসদ সচিবালয়

সংসদ সচিবালয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আর মহাজোট সরকারের তৃতীয় মেয়াদে যারা মন্ত্রিসভায় স্থান পাবেন তাদের শপথ আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) হতে পারে বলে জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় নতুন সংসদ সদস্যদের শপথ হতে যাচ্ছে। এরই মধ্যে গতকাল মঙ্গলবার নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব জানান, ইতোমধ্যে নব নির্বাচিত এমপিদের গেজেট সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। 
এদিকে আগামী সপ্তাহে সোম অথবা মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে। জাতীয় সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সেভাবেই প্রস্তুতি নিয়ে এগুচ্ছে।


জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন নতুন এমপিদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ কক্ষের ধারণ ক্ষমতা কম হওয়ায় দুই দফায় শপথ হবে।

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর নবনির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার রাতে ২৯৮টি আসনে নির্বাচিতদের নাম ঠিকানাসহ গেজেট প্রকাশ করে ইসি।

ইসির যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান পরিবর্তন ডটকমকে জানান, গেজেট প্রকাশের জন্য প্রেসে পাঠানো হয়েছে।

রীতি অনুযায়ী, গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে  পাঠায় ইসি সচিবালয়।

সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। তবে ভোটের কত দিন পর গেজেট হবে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্য পদ খারিজ হবে।