ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫৯

 শেয়ারবাজারে টানা  দরপতন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৫ ১ মার্চ ২০২০  

শেয়ারবাজারে  কোনো উদ্যোগই কাজে আসছে না। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং প্রধানমন্ত্রীর উদ্যোগের পর কয়েকদিন উত্থান হলেও তা ধরে রাখতে পারছে না। শেয়ারবাজারে টানা  দরপতন চলছে। আর আতঙ্কে শেয়ার ছেড়ে দিচ্ছেন বিনিয়োগকারীরা। 
 রবিবার আবার বড় পতনে শেষ হয়েছে লেনদেন। আজ নিয়ে পতন নিয়ে টানা ৭ কার্যদিবস পতন হল। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছ ৪ হাজার ৪১০ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক ১৬, ডিএসই-৩০ সূচক ১৮ এবং সিডিএসইটি সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২৯, ১৪৭৫ ও ৮৭৫ পয়েন্টে।

ডিএসইতে  লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১০৫ কোটি ২৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬১ কোটি ৪১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির বা ১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৮৯টির বা ৮১ শতাংশের এবং ২০টি বা ৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

 ডিএসইতে টপটেন লেনদেন থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম, কনফিডেন্স সিমেন্ট, গোল্ডেন হার্ভেস্ট, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মার এবং সেন্ট্রাল ফার্মা।