ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫ || ৭ মাঘ ১৪৩১
good-food
৭৪

অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘ব্রেইন রট’ আসলে কী?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৯ ৩ ডিসেম্বর ২০২৪  

সারাদিন একটানা ফোন ব্যবহারের পর ক্লান্ত হয়ে যাওয়ায় অনেক সময় কাজে মনোযোগ দেয়া যায় না। অর্থাৎ সহজ ভাষায় মাথা কাজ করা বন্ধ করে দেয়, এ সমস্যাকে জেনারেশন জি ও আলফা নাম দিয়েছে ব্রেইন রট। এ বছর অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘ব্রেইন রট’ শব্দটি।

 

সোমবার (২ ডিসেম্বর)  বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  প্রায় ৩৭ হাজার জনগণের ভোটে এ শব্দ বেছে নেয়া হয়েছে। ব্রেইন রটের পাশাপাশি সেরা শব্দের সংক্ষিপ্ত তালিকায় ডিমিউর, ডাইনামিক প্রাইসিং, স্লোপের মত শব্দগুলো।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের কন্টেন্ট দেখার হার বেড়ে গেলে মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি বোঝাতে ব্রেইন রট শব্দের ব্যবহার করা হয়। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে শব্দটির ব্যবহার ২৩০ শতাংশ বেড়েছে বলে জানায় অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।

 

বিবিসি জানায়, ইন্টারনেট যুগে জেন জি ও জেন আলফাদের মাঝে প্রথম এই শব্দ জনপ্রিয়তা পাওয়া শুরু করে। তবে এখন মূলধারায় ব্যবহৃত হচ্ছে শব্দটি।

 

ব্রেইন রট শব্দের ব্যবহার সবার আগে ১৮৫৪ সালে একজন মার্কিন দার্শনিক হেনরি ডেভিড তার বইয়ে উল্লেখ করেছিলেন। তবে সেসময় এর অর্থ ভিন্ন ছিল। জটিল ধারণাগুলোর প্রতি সাধারণ মানুষের অনাগ্রহ এবং এ কারণে তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি ঘটছে বলে সমালোচনা করছিলেন তিনি।

 

টিকটকে ব্রেইন রটের হ্যাশট্যাগ প্রায় পাঁচ লাখের অধিক ব্যবহার করা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের প্রধান জানান, শব্দটি ভার্চুয়াল জীবনের নানা ক্ষতিকর দিকের প্রতিফলন করে থাকে। ব্রেইন রটের পাশাপাশি জেন জি ও আলফার ব্যবহৃত সেরা শব্দের সংক্ষিপ্ত তালিকায় আছে ডিমিউর, ডাইনামিক প্রাইসিং, স্লোপের মত শব্দগুলো।

 

গত বছর অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘রিজ’। এর আগের ১০ বছরে সেলফি, ইয়ুথকোয়াক, টক্সিক, ভ্যাক্স, গবলিন মুড-এর মতো ইন্টারনেটে জনপ্রিয় অনেক শব্দ বর্ষসেরার খেতাব পায়।