ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৩৮

অনলাইন প্লাটফর্মে ‘ফারাজ’ সিনেমা প্রচারে নিষেধাজ্ঞা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৯ ২০ ফেব্রুয়ারি ২০২৩  

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজনের জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ সব ধরনের অনলাইন প্লাটফর্মে প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। 

 

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।


গত ১২ ফেব্রুয়ারি ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের কোন সিনেমা হল ও সব ধরনের অনলাইন প্লাটফর্মে মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন হলি আর্টিজনের ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। 

 

ঢাকার হোলি আর্টিজানে সংগঠিত নৃশংস হামলার ঘটনা নিয়ে ফারাজ নামে ছবি বানিয়েছেন মুম্বাইয়ের হংসল মেহতা। ছবিটি মুক্তি ৩ ফেব্রুযারি পায়। সিনেমাটি প্রযোজনা করছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর