ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৯৫

অনেক গরম : ঘর ঠাণ্ডা রাখবেন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৬ ১ এপ্রিল ২০২১  

গরমে ঘরে থাকা যাচ্ছে না। প্রখর রোদে শুধু রাস্তায় বেরিয়ে নয়, ঘরেও আরাম নেই ফ্যানের তলায়৷ তাই আসুন জেনে নেই প্রাকৃতিক উপায়ে ঘর ঠাণ্ডা রাখার কিছু কৌশল-

 

ভারি পর্দা টানান
দুপুরের রোদ ঘরে ঢুকতে দেবেন না ৷ দরকার পড়লে জানালা অনেক আগেই বন্ধ করুন ৷ দুপুরে টানান ভারি পর্দা ৷ জানালার পর্দা টেনে রাখুন ৷ তবে বিকেল হতেই ঠাণ্ডা হাওয়া ঘরে ঢোকার জন্য পর্দা সরিয়ে জানালা খুলুন৷

 

ফ্যান রাখুন জানলার কাছে
প্রতিদিন দুপুরে ভ্যাপসা গরম থেকে বাঁচতে আপনার টেবিল বা পোর্টেবল ফ্যানটি জানালার কাছে নিয়ে চালান। এটি বাইরের ঠাণ্ডা হাওয়া ভেতরে নিয়ে আসবে এবং ঘরের অসহনীয় গরম দূর হবে।

 

বরফ রেখে ফ্যান চালান
ইনস্ট্যান্ট এসির হাওয়া খেতে চান? টেবিল ফ্যানের সামনে গামলা ভর্তি বরফ রেখে ফ্যান চালান ৷ নয়তো একটি পানির বোতলে বরফ জমিয়ে ফ্যানের সামনে রাখুন। যখনই ফ্যান চালাবেন, বরফের ঠাণ্ডা হাওয়া ঘর শীতল করে তুলবে৷

 

ইলেকট্রিক জিনিস অন করবেন না
অপ্রয়োজনীয় ইলেকট্রিক জিনিস চালিয়ে রাখলে ঘর অতিরিক্ত গরম হয়ে ওঠে ৷ তাই কম্পিউটার, টিভি, টিউব, ফ্যান চালিয়ে রাখলে ঘর গরম হয়ে ওঠার প্রবণতা থাকে৷ ফলে বিনা প্রয়োজনে এসব জিনিস বন্ধ রাখবেন। এতে ইলেকট্রিক বিলও কমবে, ঘরের ভেতরে গরমও কম লাগবে ৷

 

গ্যাস জ্বালাবেন না
রান্নার সময় ছাড়া গ্যাসের ওভেন বন্ধ রাখুন ৷ এতে ঘরের তাপমাত্রা বাড়ে৷ গ্যাসও বেশি খরচা হয় ৷

 

গাছ লাগান বাড়ির চারপাশে
বাড়ির পূর্ব ও পশ্চিম পাশে বেশি করে গাছ লাগান। এটি হচ্ছে দীর্ঘমেয়াদি ইনভেস্টমেন্ট। বাড়ির আশেপাশে গাছ থাকলে সরাসরি সূর্যের আলো পড়ে না ৷ ফলে ঘরের পরিবেশ ঠাণ্ডা থাকে।