ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১২৬

‘অপারেশন সুন্দরবন’ দেখে আইফোন ১৪ জেতার সুযোগ দর্শকদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৭ ২৩ সেপ্টেম্বর ২০২২  

দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ‘অপারেশন সুন্দরবন’।প্রাকৃতিক সৌন্দর্যের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত এটি।  এ সিনেমা দেখে ‘আইফোন-১৪’ জেতার সুযোগ থাকছে দর্শকদের।

 

সিনেমাটির সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। এতে ভাগ্য পরীক্ষাও করে নিতে পারবেন দর্শকরা। কারণ, লটারির মাধ্যমে বিজয়ী ২০ ভাগ্যবানকে আইফোন দেয়া হবে। 

 

প্রতিযোগিতায় নাম লেখাতে সিনেমা হলে গিয়ে ‘অপারেশন সুন্দরবন’ দেখতে হবে। আর টিকিটের পেছনে নাম ও মোবাইল নম্বর লিখে ড্রপবক্সে জমা দিতে হবে।

 

১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত দিবস। ওই দিন লটারির মাধ্যমে ২০ জনকে আইফোন দেয়া হবে।

 

২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে সিনেমার টিজারে ‘সুন্দরবন আমাদের বহুবার বাঁচিয়েছে, এবার আমরা সুন্দরবনকে বাঁচাব’౼এমন সংলাপ দেখে অনেকেই চমকে যান। সেই থেকে সিনেমাটির জন্য দর্শকরা মুখিয়ে আছেন। দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার অপারেশন সুন্দরবন।

 

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়েই নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

 

সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, তাসকিন, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর