ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২৫ পৌষ ১৪৩১
good-food
২৪

অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১০ ৬ জানুয়ারি ২০২৫  

চলমান বিপিএলের ড্রাফট থেকে মোসাদ্দেক হোসেন সৈকতকে নেয়নি কোনও দল। তাই টুর্নামেন্টে দর্শক হিসেবে ছিলেন তিনি। তবে অবশেষে দল পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার। তাকে দলে ভিড়িয়েছে ঢাকাই সিনেমার কিং শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। তারা জানিয়েছে, আসিফ হাসানের বদলি হিসেবে মোসাদ্দেককে দলে ভেড়ানো হয়েছে। ফলে বিপিএলের ১১তম আসরে মাঠের বাইরে থেকে দেখার আক্ষেপ থেকে মুক্ত হচ্ছেন তিনি। 

 

বিপিএলের শুরু থেকে প্রায় সব আসরেই খেলেছেন মোসাদ্দেক। তার অফ স্পিন বোলিং বাংলাদেশের উইকেটগুলোতে কার্যকর। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোসাদ্দেকের। তাতে ২১০৮ রান ও ৬৪ উইকেট আছে এই ডানহাতির।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর