ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
১৯০

অভিজিৎ হত্যা:সন্ধানদাতাকে যুক্তরাষ্ট্রের পুরস্কার, স্বাগত সরকারের

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৪ ২২ ডিসেম্বর ২০২১  

ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ জিয়াউল হক ওরফে ‘মেজর জিয়া’ এবং আকরাম হোসেনসহ অভিযুক্তদের সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।

 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সেমিনার শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানায় সরকার। এই ঘোষণা পলাতক অপরাধীদের ধরতে সহায়ক হবে।

 

অভিজিৎ হত্যায় অভিযুক্তদের সন্ধানদাতাদের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে  সোমবার একটি পোস্টার প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়, রিওয়ার্ডস ফর জাস্টিস (আরএফআই) এই ঘোষণা দিয়েছে। বাংলাদেশে মার্কিন নাগরিকের (অভিজিৎ) ওপর সন্ত্রাসী হামলার তথ্যের জন্য সন্ধানদাতাকে তা দেয়া হবে।

 

আরএফআই  হলো সন্ত্রাস দমনে পুরস্কার দেয়ার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি কর্মসূচি। এখন পর্যন্ত ১০০-এর বেশি মানুষকে মোট ১৫ কোটি ডলারেরও অধিক পুরস্কার দিয়েছে তারা।

 

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় একটি বইমেলা থেকে বেরিয়ে আসার সময় অভিজিৎকে হত্যা করে জঙ্গি তোষ্ঠী। পাশাপাশি তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে তারা।

 

ওই ঘটনায় বাংলাদেশের একটি আদালতে ছয়জনকে সাজা দেন। এদের মধ্যে মেজর জিয়া ও আকরামের অনুপস্থিতিতে বিচার শেষ হয়। তারা এখনও পলাতক রয়েছে। উভয় বাইরের কোনো দেশে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর