ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫১

অভিনয়ে সফল কাপুর পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা কী?

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪১ ২৭ অক্টোবর ২০২২  

বর্তমানে বলিউড জগতে বহু তারকার সমাহার। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান-সবাই অভিনয় দক্ষতার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজেদের আলাদাভাবে পরিচয় তৈরি করেছেন। তবে বলি দুনিয়ায় কাপুর পরিবারের অবদান অনস্বীকার্য। পৃথ্বীরাজ কাপুর, ঋষি কাপুর থেকে কারিনা কাপুর খান, রণবীর কাপুর-প্রত্যেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন।

 

অভিনয় জগতে কাপুর পরিবারের সবাই শীর্ষস্থানীয়। তবে তাদের শিক্ষাগত যোগ্যতার পরিধি কতটুকু, তা জানেন কী? ফিল্ম জগতে কাপুর পরিবারের নাম খোদাই করেছিলেন পৃথ্বীরাজ। বলিপাড়ার অধিকাংশের মতে, তিনি হিন্দি ছবির প্রতিষ্ঠাতাদের একজন।

 

পৃথ্বীরাজ লায়লপুরের (বর্তমানে ফয়জলাবাদ নামে পরিচিত) খালসা কলেজে পড়াশোনা করেছেন। পরবর্তীকালে তিনি পেশোয়ারের এডওয়ার্ডস কলেজে ভর্তি হন এবং বিএ ডিগ্রি নিয়ে পাস করেন। তার তিন ছেলে— রাজ কাপুর, শম্মী কাপুর ও শশী কাপুর বলিউডে বহু প্রশংসা কুড়িয়েছেন।

 

ভারতীয় সিনেমার 'চার্লি চ্যাপলিন' হিসেবে অধিক পরিচিত ছিলেন রাজ কাপুর। পড়াশোনার সূত্রে, দেরাদুন, মুম্বাই ও কলকাতার বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন ফেল করেছিলেন অভিনেতা।

 

জন্ম মুম্বাইয়ে হলেও বাবার কাজের সূত্রে শৈশবের বেশিরভাগ সময় কলকাতায় কাটিয়েছিলেন শম্মী কাপুর। পরবর্তীকালে আবার মুম্বাইয়ে ফেরেন তিনি। ডন বস্কো হাইস্কুলে ভর্তি হওয়ার পর সেখান থেকেই মাধ্যমিক পাস করেন অভিনেতা। মাধ্যমিকের পর আর পড়াশোনা করেননি।

 

পৃথ্বীরাজ কাপুরের কনিষ্ঠ পুত্র শশী কাপুর শিশু অভিনেতা হিসেবে বড় পর্দায় কাজ শুরু করেছিলেন। মুম্বাইয়ে ডন বস্কো হাই স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। স্কুলের গণ্ডি পার করতে পারেননি অভিনেতা। অভিনয় জগতে নাম করলেও মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন।

 

রাজ কাপুরের পাঁচ ছেলেমেয়ের মধ্যে অভিনয় জগতে অধিক প্রতিষ্ঠিত হয়েছিলেন রণধীর কাপুর ও ঋষি কাপুর।মুম্বাইয়ের কাম্পিয়ন স্কুলে ভর্তি হয়েছিলেন রাজ-পুত্র ঋষি। অষ্টম শ্রেণিতে পড়াকালীন ফেল করেন তিনি। পরবর্তীতে আজমেরের মেয়ো কলেজে ভর্তি হন। তবে সেখানে এক বছরও পড়াশোনা করেননি অভিনেতা।

 

মুম্বাইয়ে জন্ম হলেও দেরাদুনের কর্নেল ব্রাউন কেমব্রিজ স্কুলে ভর্তি হন রণধীর। স্কুলের পড়াশোনা শেষ করলেও উচ্চশিক্ষা লাভের জন্য কোনও কলেজে ভর্তি হননি তিনি। নব্বইয়ের দশকে বড় পর্দা মাতিয়ে রেখেছিলেন রণধীর-কন্যা কারিশমা কাপুর।

 

মুম্বাইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন কনন স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। স্কুলের পড়াশোনা শেষ করার পর উচ্চশিক্ষা লাভের জন্য মুম্বাইয়ের সোফিয়া কলেজে ভর্তি হন অভিনেত্রী। কিন্তু অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার ফলে কলেজের পড়াশোনা মাঝপথেই থামিয়ে দেন।

 

কারিশমার বোন কারিনা কাপুরের কাহিনিও প্রায় একইরকম। প্রথমে মুম্বইয়ের জামনাবাই নার্সি স্কুলে ভর্তি হন তিনি। তার পর দেরাদুনের ওয়েলহাম স্কুল থেকে পড়াশোনা শেষ করেন অভিনেত্রী। স্কুলের গণ্ডি পার করার পর কারিনা মুম্বাইয়ের মিঠিবাই কলেজে ভর্তি হন। কারিশমার মতো তিনিও মাঝপথে পড়া থামিয়ে কলেজ ছেড়ে দেন।

 

ঋষি-পুত্র রণবীর কাপুর আবার ব্যতিক্রমী। মুম্বাইয়ের বম্বে স্কটিশ স্কুলে ভর্তি হন তিনি। যদিও পড়াশোনার চেয়ে খেলাধুলার দিকেই তার মন ছিল বেশি। স্কুলের পড়াশোনা শেষ করে তিনি মুম্বাইয়ের এইচআর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিকসে ভর্তি হন।

 

পরে উচ্চশিক্ষার জন্য নিউ ইয়র্কে চলে যান রণবীর। নিউ ইয়র্কের স্কুল অফ ভিজুয়াল আর্টসে ফিল্মমেকিং নিয়ে পড়াশোনা করেন তিনি। এরপর মেথড অ্যাক্টিং নিয়ে আগ্রহী হওয়ায় নিউ ইয়র্কের লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। সেখানে কোর্স শেষ করে মুম্বাইয়ে ফেরেন।

 

ঋষি-কন্যা ঋধিমা ফিল্ম জগত্‍ থেকে দূরে থাকলেও শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে। গয়না নকশার দিকেই মন দিয়েছেন তিনি। স্কুলের গণ্ডি পার করে উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি দেন ঋধিমা। আমেরিকান ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটি থেকে তিনি ব্যাচেলর অফ ডিজাইনিং অ্যান্ড মার্কেটিং ডিগ্রি অর্জন করে মুম্বাইয়ে ফিরে আসেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর