ঢাকা, ৩১ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৪ || ১৬ কার্তিক ১৪৩১
good-food
৫৯০

অলৌকিকভাবে বেঁচে যাওয়া নবজাতকের দায়িত্ব নিক রাষ্ট্র:হাইকোর্টে রিট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২১ ১৮ জুলাই ২০২২  

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনার পর অলৌকিকভাবে বেঁচে ফেরা শিশুর জীবনযাপনের সব খরচ রাষ্ট্র বহন করবে, এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এ বিষয়ে একটি কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

 

সোমবার (১৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোঃ জাকির হোসেনের বেঞ্চে এই আবেদন করা হয়।

 

এর আগে অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুর দেখাশোনা ও ভবিষ্যতে তার ক্ষতিপূরণের বিষয়ে রবিবার স্বপ্রণোদিত আদেশ দেয়ার আবেদন করলে রিট করার পরামর্শ দেয় হাইকোর্ট।

 

শনিবার (১৬ জুলাই) ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা যান এক অন্তঃসত্ত্বা নারী রত্না বেগম, তার স্বামী ও মেয়ে। তখন সড়কেই এই নবজাতক মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। শুধু তাই নয়, অলৌকিকভাবে বেঁচেও গেছে নবজাতকটি।

 

ওই নবজাতককে ময়মনসিংহ সদরের সিবিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্ট বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।