ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৮২৫

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মওদুদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৬ ৫ মে ২০১৯  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুকে তীব্র ব্যথা অনুভব করায় রোববার তাকে সেখানে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের সিসিইউতে রয়েছেন তিনি।

মওদুদ আহমদের ব্যক্তিগত এপিএস সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতে মামলার হাজিরা দিতে গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন ব্যারিস্টার। এ সময় বুকে ব্যথা অনুভব করেন। সেখান থেকে তাকে বেসরকারি হাসপাতালটিতে নেয়া হয়।