ঢাকা, ১৩ ডিসেম্বর শুক্রবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮২

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দল ঘোষণা, নতুন অধিনায়ক পেলো ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৯ ২১ নভেম্বর ২০২৩  

বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত না শুকাতেই আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। ঘরের মাঠে অজিদের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। দুই দলের প্রথম লড়াই হবে আগামী ২৩ নভেম্বর বিশাখাপত্তনমে। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

 

এতে বলা হয়, সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাতে সেই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। হার্দিক পান্ডিয়ার চোট না সারায় নতুন অধিনায়ক বেছে নিয়েছে তারা। এবার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সিরিজের প্রথম ৩ ম্যাচে তার ডেপুটি করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। শেষ দুটিতে সহ-অধিনায়ক হিসেবে দলে যোগ দেবেন শ্রেয়াস আয়ার। 

 

ভারতের বিশ্বকাপ স্কোয়াড থেকে এই দলে রয়েছেন মাত্র ৩ জন। সূর্যকুমারসহ বাকি দুজন হলেন প্রসিদ্ধ কৃষ্ণ ও ঈশান কিশান। নেপথ্য কারণ জানিয়ে বিসিসিআই নির্বাচকরা বলেন, এই ত্রয়ী বিশ্বকাপে যথেষ্ট সুযোগ পাননি। তাই তাদের টি-টোয়েন্টির স্কোয়াডে রাখা হয়েছে। আর বিরাট কোহলি ও রোহিত শর্মাসহ বাকি ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হয়েছে। এশিয়ান গেমসে যে দল খেলেছে সেই দলের অনেকে সুযোগ পেয়েছেন।

 

ভারতীয় দলের জার্সি গায়ে আবার দেখা যাবে রিংকু সিংকে। থাকছেন তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মারাও। ফের স্কোয়াডে ফিরেছেন আর্শদ্বীপ সিং। রয়েছেন মুকেশ কুমারও। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে দল সাজিয়েছে বিসিসিআই। তরুণ পরখ করে দেখতে চাচ্ছে তারা।

 

বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন অক্ষর প্যাটেল। ভারতীয় স্কোয়াডে ফিরেছেন তিনিও।  তবে সুযোগ পাননি সাঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, অভিষেক শর্মা ও অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার।

 

ভারত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিশান, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদ্বীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান ও মুকেশ কুমার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর