ঢাকা, ২৫ ডিসেম্বর বুধবার, ২০২৪ || ১০ পৌষ ১৪৩১
good-food
৮৭

আইপিএল নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩২ ১৭ নভেম্বর ২০২৪  

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের নামীদামী ক্রিকেটাররা। অনেক সময় জাতীয় দলের খেলাকে উপেক্ষা করেও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকেন ক্রিকেটাররা। কেননা, আইপিএলে যেমন আছে অর্থের ঝনঝনানি তেমনি রাতারাতি তারকা খ্যাতিও মিলে। কদর বাড়ে বাকি ফ্র্যাঞ্চাইজি লিগেও।

 

তবে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা বরাবরই থেকেছেন উপেক্ষিত। ফ্র্যাঞ্চাইজি এই লিগটিতে সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রাহমান ছাড়া থিতু হতে পারেননি আর কেউ। যদিও আইপিএলে খেলতে প্রতিবারই নিলামে নাম দেন অনেকেই। আসন্ন আইপিএলের মেগা নিলামেও নাম দিয়েছেন বাংলাদেশের এক ডজন ক্রিকেটার। 

 

এবারের নিলামে মোট ১ হাজার ৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। সেখান থেকে ৫৭৪ জনকে চূড়ান্ত তালিকায় রেখেছে আইপিএল কর্তৃপক্ষ। এই চূড়ান্ত তালিকায় বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন ১২ জন ক্রিকেটার। যদিও নাম জমা দিয়েছিলেন ১৩ জন বাংলাদেশি। সেখান থেকে একজন চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

 

৫৭৪ জনের ক্রিকেটারের মধ্যে ভারতের আছেন ৩৬৬ জন ক্রিকেটার আর বিদেশী ক্রিকেটার ২০৮ জন, যার মধ্যে সহযোগী দেশ থেকে আছেন ৩ জন। নিলামের ক্রিকেটারদের মধ্যে ৩১৮ জন ভারতীয় ও ১২ জন বিদেশি ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ রয়েছে।

 

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের, যিনি সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। নিলামে ১ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। 

 

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভিত্তিমূল্য

২ কোটি রুপি: মুস্তাফিজুর রহমান। 

১ কোটি রুপি: সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।  

৭৫ লাখ রুপি: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর