ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
১১২৭

আওয়ামী লীগকে ইফতারের দাওয়াত বিএনপির

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৭ ২৬ মে ২০১৯  

আওয়ামী লীগ নেতাদের ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপি নেতারা। রোববার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দাওয়াতপত্র নিয়ে আসেন বিএনপির প্রতিনিধি দল।

বিএনপির তরফে দাওয়াত দিতে আসা প্রতিনিধি দলের সদস্যরা হলেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সহদফতর সম্পাদক বেলাল আহমেদ তাইফুল ইসলাম টিপু।

আওয়ামী লীগের হয়ে দাওয়াতপত্র গ্রহণ করেন দলটির উপদফতর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিএনপি প্রতিনিধি দলকে তিনি বলেন, আপনারা শনিবার গণভবনে সব রাজনৈতিক দলের সৌজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার মাহফিলে এলে ভালো হতো।

বিপ্লব বড়ুয়া দাওয়াত কার্ড গ্রহণ শেষে সাংবাদিকদের বলেন, গতকাল গণভবনে সব রাজনৈতিক দলের সম্মানে ইফতার ছিল। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতির পক্ষে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গেল বছর ডিসেম্বররে এখানে অনুষ্ঠিত জাতীয় সংলাপে যেসব দল অংশগ্রহণ করেছিল সবাইকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। বিএনপিসহ ঐক্যফ্রন্টের সব নেতাকে আরামবাগে তাদের কার্যালয়ে দিয়ে এসেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণফোরাম সভাপতি . কামাল হোসেনসহ অন্য নেতাদের সঙ্গে টেলিফোনে আমন্ত্রণের বিষয়টি অবহিত করি। তারা আমাকে জানিয়েছেন, দাওয়াত পেয়েছেন। কিন্তু পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় আসতে পারবেন না।

তিনি বলেন, আমরা আগামী ২৮ মে ইফতার মাহফিলের দাওয়াত পেয়েছি।, বিএনপি কেন্দ্রীয় পর্যায়ের তিনজন নেতা এসে আমাদের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দাওয়াত দিয়েছেন।

দাওয়াত পেলেন, তাদের ইফতার পার্টিতে যাবেন? জবাবে বিপ্লব বড়ুয়া জানান, প্রধানমন্ত্রী ওই দিন সকালে জাপান সফরে যাবেন। আর সাধারণ সম্পাদক কিছুদিন আগে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। উনারা সবে দাওয়াত দিল। আমার দলীয় হাইকমান্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

ইফতার মাহফিলের দাওয়াত কার্ড গ্রহণকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ আবদুল আউয়াল শামীম জিএম মাসুদুল হাসান উপস্থিত ছিলেন।

২৮ মে ঢাকা লেডিস ক্লাবে সব রাজনৈতিক দলের সৌজন্যে ইফতার মাহফিল আয়োজন করেছে বিএনপি।