ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
১৬০

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৭ ১৭ ডিসেম্বর ২০২২  

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শনিবার বিজয় শোভাযাত্রা করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ।


দুপুর সোয়া দুইটায়  এই বিজয় শোভাযাত্রা শুরু হয়।  রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বিজয় শোভাযাত্রাটি বের করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এসময় নেতাকর্মীদের ঢল নামে।

শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
নগরীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা।

রাজধানী ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলসহকারে এই শোভাযাত্রায় যোগ দেয় । কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কর্মসূচিতে নেতাকর্মীর ঢল নামে। ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাল-সবুজের সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় শরিক হন।

শোভাযাত্রাটি শাহবাগ দিয়ে ড. কুদরত ই খুদা সড়ক (এলিফেন্ট রোড) দিয়ে মিরপুর রোড হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে সন্ধ্যায় শেষ হয়।

বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানকসহ দলটির কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।