ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯৪৭

আকাশে চলবে দোতলা বাস !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৩২ ১০ ফেব্রুয়ারি ২০১৯  

না, আকাশকুসুম কল্পনা নয়। ষোলো আনার ওপর আঠারো আনা সত্যি!

রাস্তার যানজট এড়িয়ে, বাস উড়বে আকাশে। তা- আবার দোতলা বাস।

এই পরিকল্পনার কথা জানিয়েছেন,  ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি।

সরকারের এই পরিকল্পনার কথা জানিয়ে নিতিন বলেন, ভারতে উড়ন্ত ডাবল ডেকার বাস আনার পরিকল্পনা চলছে। এতে যানজটের সমস্যা মিটবে।

ভাড়া কেমন হবে? তারও একটা আভাস রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর কথায়। তিনি জানান, মেট্রো রেলের ভাড়ার তুলনায় টিকিটের দাম কমই হবে।



শুধু দোতলা বাসই নয়। এয়ার বোর্ট আনার পরিকল্পনার কথাও জানান গডকরি। জানান, অস্ট্রেলিয়া থেকে এই এয়ার বোর্ট কেনা হবে। কী সুবিধে এই এয়ার বোর্টে? এটি আকাশে যেমন উড়তে পারবে, তেমনই জলে ভেসেও চলতে পারবে। প্রাথমিক পর্যায়ে বারাণসী থেকে প্রয়াগরাজ পর্যন্ত এই 'এয়ার বোর্ট' চালানোর পরিকল্পনা রয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন। ইন্টারনেট ।