ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
১২

আজহারীর মাহফিল থেকে ২১ নারী আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩১ ১৯ জানুয়ারি ২০২৫  

লালমনিরহাটে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মোবাইল ফোন এবং সোনার গহনা চুরির অভিযোগে ২১ নারীসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠের ওয়াজ মাহফিল থেকে তাদের আটক করা হয়।

 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নুরুন্নবী ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আটক নারীদের নাম জানা যায়নি।

 

ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করেন। মাহফিলের খবর সংগ্রহ করতে গিয়ে নিজের মোবাইল ফোন হারান স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলাম রকি। 

 

মরিয়ম বেগম নামের এক নারী অভিযোগ করেন, মাহফিলে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকায় চোরেরা সহজেই সুযোগ পেয়েছে।

 

মাহফিলের আয়োজক কমিটির কো-অর্ডিনেটর রায়হান রাজিব বলেন, আমরা চেষ্টা করেছি সুষ্ঠু আয়োজন করতে। তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

 

ওসি নুরুন্নবী ইসলাম বলেন, এরই মধ্যে থানায় ৮-১০টি জিডি করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। রোববার তাদের আদালতে পাঠানো হবে।
 

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর