ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
২৯৯

আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১১ ২৯ মে ২০২৪  

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন রিগান। বুধবার (২৯ মে) এ আবেদন করছেন তিনি। 

 

সম্প্রতি বেশ কিছুদিন ধরেই সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চলছে।

 

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী সাবেক সেনাপ্রধান হলেও শাস্তি পেতে হবে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না।

 

সেদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী আরও বলেন, 'যিনি সেনাবাহিনীর প্রধান, তিনিও যদি অপরাধী হোন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। সে যে-ই হোক।' 

 

সেতুমন্ত্রীর এমন কঠোর বার্তার পরই মূলতঃ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন রিগান সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর