ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৮৮

আফগানিস্তানের আটক রিজার্ভ ছাড় দেবে যুক্তরাষ্ট্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৬ ১৩ সেপ্টেম্বর ২০২২  

আফগানিস্তানের আটক ১০ হাজার কোটি ডলার রিজার্ভের একটি অংশ ছেড়ে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তবে এটি ছাড় করা হবে তৃতীয় পক্ষের পর্যবেক্ষণের শর্তের মাধ্যমে। রিজার্ভের একটি বড় অংশ সুইস ব্যাংকের মাধ্যমে দেশটির প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। প্রথম দফায় ৩.৫ বিলিয়ন ডলার ফেরত দেয়া হতে পারে। এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

 

গত বছরের ১৫ আগস্ট কাবুল দখল করার মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় দেশটির তালেবান মিলিশিয়ারা। কিন্তু বিদেশে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ তাদের ফেরত দেয়া হয় না। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশি ব্যাংকগুলোর কাছে থাকা আফগানিস্তানের এই অর্থ ফ্রিজ করে রাখা হয়।

 

পশ্চিমাদের আশঙ্কা, এত অর্থ তালেবানকে দেয়া হলে তা তারা সন্ত্রাসবাদের বিস্তারে ব্যবহার করবে।
তালেবানরা বরাবরই আটক অর্থ ছেড়ে দেয়ার আবেদন জানিয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। অবশেষে সুইস ব্যাংকের মাধ্যমে আফগানিস্তানের রিজার্ভ ফেরত দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর