ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৬৮

আফগানিস্তান-ইরাক থেকে সেনা প্রত্যাহার করছেন ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৭ ১৭ নভেম্বর ২০২০  

আফগানিস্তান-ইরাক থেকে সেনা প্রত্যাহারে আদেশ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনাবাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে মার্কিন একাধিক মিডিয়া।

 

আফগানিস্তানে এখন যুক্তরাষ্ট্রের ৫০০০ সেনা রয়েছে। শিগগির ২৫০০ জনকে মার্কিন মুলুক ফিরিয়ে নেয়া হবে। আর ইরাকে দেশটির রয়েছে ৩০০০ সৈন্য। সেখান থেকে ৫০০ জনকে ফিরিয়ে নেবে তারা।

 

এর আগে ট্রাম্প জানান, আসন্ন বড়দিনের আগেই সব মার্কিন সেনাকে ফিরিয়ে আনতে চান তিনি।

 

আগামী ১৫ জানুয়ারির মধ্যেই ট্রাম্প প্রশাসনকে এই প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন করতে হবে। কারণ, এর কয়েকদিন পরই (২০) নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে তাদের।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে (৩ নভেম্বর) বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। তবে তা মেনে নেননি রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর