ঢাকা, ৩১ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৪ || ১৬ কার্তিক ১৪৩১
good-food
৯৮

আমাকে দেখেন, আমি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি: প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:২৭ ২৯ জুলাই ২০২৪  

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাকে দেখেন, আমি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। রবিবার (২৮ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যান নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এসময় অশ্রুসিক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

 

শেখ হাসিনা বলেন, আপনাদের মতো স্বজন হারানোর বেদনা আমিও বহন করছি। আমি আপনাদের ব্যথা বুঝতে পারছি। এটা আমার দুর্ভাগ্য যে আমাকে আপনাদের অশ্রু দেখতে হচ্ছে। এসময় গণভবনে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

 

এর আগে শনিবার (২৭ জুলাই) আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা রংপুর থেকে ঢাকায় এসে গণভবনে আসেন। সেখানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

উল্লেখ্য, গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বিআরইউ) দ্বাদশ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ মারা যান। পরে ২৬ জুলাই নিহত আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দেয় বিআরইউআর প্রশাসন। রংপুরের পীরগঞ্জে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল তার বাবা-মায়ের কাছে ৭ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর