ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১২৩০

আমার ওপর ছড়ি ঘোরাবার কেউ নেই: তসলিমা নাসরিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪০ ২৪ মে ২০১৯  

নিজেকে নিয়ে নতুন উপলব্ধির কথা জানালেন ভারতেআশ্রয় নেয়া লেখিকা-সাহিত্যিক, নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়া তসলিমা নাসরিন। অকপটেই স্বীকার করলেন একেবারেই ব্যক্তিগত, নিজস্ব কিছু কথকতা-

এ আমার একার সংসার। সংসারের সব দায়িত্ব আমার। আমার ওপর ছড়ি ঘোরাবার কেউ নেই। জীবনের সব সিদ্ধান্ত একা আমিই নিই। আমিই আমার জীবনের কর্ত্রী। এই জীবনে কোনও উটকো লোকের মাতব্বরি করার অধিকার নেই। বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনের জন্য বাড়ির দরজা খোলা।

জীবনে হারিয়েছি অনেক। ধনদৌলত, ঘরবাড়ি, স্বজন, বন্ধু। স্বাধীনতা যতটা থাকা উচিত, ততটা নেই। কিন্তু যা নেই তা নিয়ে আফসোস করি না। বরং যা আছে তা উদযাপন করি।

আগে ঘর সাজাতাম অতিথিদেও জন্য। সাজতাম, ভালো পোশাক পরতাম বাইওে যাওয়ার সময়, বাইরের লোক দেখবে, সেজন্য।

এখন ঘর সাজাই নিজের জন্য, নিজের ভালো লাগবে বলে। সাজি, ভালো পোশাক পরি, নিজের জন্য, নিজের ভালো লাগবে বলে।

আগে ঘওে পরার কাপড় যেনতেন রকমের ছিল। এখন বাইওে পরার কাপড় আর ঘওে পরার কাপড় একই মানের।

আগে অন্যেও ভালো লাগবে বলে ফুল কিনতাম, বাগান করতাম, অন্যেও জন্য ভালো খাবার রান্না করতাম। এখন নিজের জন্য ফুল কিনি, নিজের জন্য বাগান করি।

ভালো খাবার এখনও অন্যেও জন্য রান্না করি। কিন্তু নিজের জন্য হলেই হলো টাইপের নয়, নিজের জন্য সুস্বাদু খাবার রান্না করি।

আগে যা কিছু করতাম, অন্যেও জন্য করতাম, নিজের জন্য নয়। এখন নিজের জন্য করি। অন্যেও জন্য করাটা তো স্বভাবে আছেই, সেটা তো করিই।

আগে নিজেকে ভালোবাসতাম না, নিজের ভালো লাগাগুলোকে তুচ্ছ করতাম। বয়স বেড়েছে, নিজেকে ভালোবাসতে, নিজেকে সম্মান করতে, নিজেকে মর্যাদা দিতে শিখেছি। বয়স বাড়ার এই একটি গুণ।

জীবনের গল্প বিভাগের পাঠকপ্রিয় খবর