ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
২৭২

আমার লাইফটা শেষ-পাপিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৪ ২৪ ফেব্রুয়ারি ২০২০  

মাদক, অস্ত্র, যৌন ব্যবসা, জাল টাকা সরবরাহ করার অভিযোগে গ্রেপ্তার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে দেখতে আদালতে ভিড় জমে যায়।
 সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানির সময় এ দৃশ্য দেখা গেছে। এসময় পাপিয়াকে দেখতে আদালতে ভিড় করেন বিচারপ্রার্থী, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার বিকাল ৩টা ২৫ মিনিটে আদালতের এজলাসে পাপিয়াকে হাজির করা হয়। এরপর কাঠগড়ার পাশে একটি চেয়ারে বসে পড়েন। এসময় পাপিয়াকে না দেখতে পেয়ে সেখানে উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারীরা বলেন, ‘তাকে কাঠগড়ায় উঠানো হচ্ছে না কেন?’

৩টা ৪৫ মিনিটে বিচারক এজলাসে আসেন। এরপর পাপিয়াকে কাঠগড়ায় উঠানো হয়। ছবি তুলতে চাইলে আসামি পাপিয়ার পিএস শেখ তায়্যিবা  সাংবাদিককে বলেন, ‘আপনি ছবি উঠাচ্ছেন কেন?’

 দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিন মামলায় পাপিয়া ও সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট মাসুদুর রহমানের আদালতে এক মামলায় ৫ দিন ও মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট জসীম উদ্দিন দুই মামলায় ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে পাপিয়া সালোয়ার কামিজ পড়ে এসেছিলেন। তার মাথায় ওড়না ছিল। আদালতে শুনানি চলাকালে পাপিয়া ও সুমন নিশ্চুপ ছিলেন। কিন্তু শুনানি শেষে বের হওয়ার সময় স্বামীকে লক্ষ্য করে অনুচ্চ স্বরে বলেন ‘আমার লাইফটাই শেষ।
স্ত্রীর এই বক্তব্যের কোন জবাব দেননি। এসময় মুখ ঢেকে আদালত প্রাঙ্গন ত্যাগ করার চেষ্টা করেন স্বামী স্ত্রী। 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর