ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০১

আমি কখনো এমপি হতে চাইনি : ফেরদৌস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৫ ৪ ডিসেম্বর ২০২৩  

সংসদ সদস্য (এমপি) হওয়ার কোনো লক্ষ্য ছিল না জানিয়ে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, আমি কখনো এমপি হতে চাইনি। আমি চেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে তার উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দিতে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিউমার্কেট থানা আওয়ামী লীগ আয়োজিত প্রার্থী পরিচিতি ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ফেরদৌস বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকা মার্কার কোনো বিকল্প নেই। চেষ্টা করেছি— আওয়ামী লীগের নৌকাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। তাই সবাইকে একসাথে মিলে দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য কাজ করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।

 

 

 

তিনি বলেন, এই সরকারই আমাদের বারবার দরকার। না হলে বর্তমানে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে এগুলো সব বন্ধ হয়ে যাবে। আমরা আর হরতাল-অবরোধের রাজনীতি চাই না। আমরা পরিশুদ্ধ, মার্জিত এবং সুন্দর রাজনীতি দেখতে চাই।

 

আগামী ৭ জানুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে ফেরদৌস বলেন, এবারের নির্বাচন ভীষণ জরুরি। আমার বিশ্বাস, ত্যাগী নেতৃবৃন্দের পরিকল্পনা ও কাজের ফসল হিসেবে অধিকাংশ আসনেই আমাদের বিজয় হবে। তবে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই নির্বাচনী আমেজ কাকে বলে এবং নির্বাচন কীভাবে উৎসবমুখর করতে হয়। আমাদের এবারের পরিকল্পনা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। তিনি বলেছেন— ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ নীতিতে কাজ করার জন্য। সেজন্য, মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে। এই দায়িত্ব নেতাকর্মীদের পালন করতে হবে। আমার জায়গা থেকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি— আমি সবার সাথে মিলে কাজ করব। নির্বাচনের আগে ও পরে সমানভাবে জনগণের পাশে থাকব।

 

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাকে বিশ্বাস করে, আস্থা রেখে নৌকার দায়িত্ব দিয়েছেন। ঢাকা-১০ আসন সারা বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি আসন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে, প্রধানমন্ত্রী আমাকে এই আসনের জন্য মনোনীত করেছেন। আমাদের এখন লক্ষ্য একটাই। সেটি হলো, আগামী ৭ জানুয়ারি প্রত্যেকটা কেন্দ্রে মানুষকে ভোট দিতে নিয়ে আসতে হবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন নিউমার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মনু মিয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আবুল হাসেম লিটনসহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।