ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭৪

আমেরিকায় রাশিয়ার শত কোটি ডলারের পণ্য রপ্তানি 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪২ ২৭ আগস্ট ২০২২  

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সত্ত্বেও আমেরিকায় নানা রকমের পণ্য রপ্তানি করে তা থেকে শত শত ডলার আয় করছে মস্কো। তবে এসব পণ্যের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া নাজিবাদ মুক্ত করার জন্য ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। রাশিয়ার এই অভিযানের প্রতিবাদে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে।

 

এরপরও ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত রাশিয়া অন্তত ৩,৬০০টি পণ্যের চালান পাঠিয়েছে আমেরিকায়। এসব পণ্যের মধ্যে রয়েছে কাঠ, ধাতব পদার্থ, রাবার এবং অন্যান্য জিনিস।

 

এবার মার্কিন বন্দরগুলোতে রাশিয়ার পণ্যের চালান অনেক কমেছে। তারপরেও প্রতিমাসে রাশিয়া আমেরিকায় পণ্য পাঠিয়ে ১০০ কোটিরও বেশি ডলার আয় করছে। বার্তা সংস্থা এপি জানায়, রাশিয়া থেকে প্রায় প্রতিদিন আমেরিকার বন্দরে জাহাজ ভিড়ছে।

 

এপি আরো বলছে, আমেরিকা রাশিয়ার যে সমস্ত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে রাশিয়ার যতটা ক্ষতি হচ্ছে তার চেয়ে সম্ভবত বেশি ক্ষতি হচ্ছে আমেরিকার। আমেরিকার কোনো কোনো আমদানিকারক হয়তো এ সমস্ত পণ্যের জন্য বিকল্প ব্যবস্থা করতে পেরেছেন। তবে অনেকেই তা পারেননি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর