ঢাকা, ০৮ সেপ্টেম্বর রোববার, ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১
good-food
৯৫৬

আমের মিল্ক শেক তৈরির রেসিপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:০৩ ১৪ জুন ২০২৩  

আমের মৌসুমে পাকা আম দিয়ে তৈরি করে খাওয়া হয় নানা ধরনের খাবার। এই গরমে প্রাণ জুড়াতে খাওয়া যেতে পারে মিল্কশেক। আমের মিল্কশেক আপনাকে স্বস্তি তো দেবেই, সেইসঙ্গে শরীরে পুষ্টিও জোগাবে। চাইলে বাড়িতেই তৈরি করে খেতে পারেন সুস্বাদু আমের মিল্কশেক। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

 

তৈরি করতে যা লাগবে

জ্বাল দিয়ে ঠান্ডা করে নেওয়া ঘন দুধ- ১ কাপ

চিনি- ২ টেবিল চামচ

বরফ কুচি- পরিমাণমতো

পাকা আমের টুকরা- ১ কাপ।

 

যেভাবে তৈরি করবেন

একটি ব্লেন্ডারে ঘন দুধ, চিনি, পানি, বরফ কুচি ও টুকরা করা আম দিয়ে ব্লেন্ড করে নিন। বরফ না গলা পর্যন্ত ব্লেন্ড করুন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন। চাইলে উপরে বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন।

সুমির রান্নাঘর বিভাগের পাঠকপ্রিয় খবর