ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪ || ১৫ কার্তিক ১৪৩১
good-food
৭৪৬

‘আম্পানে’র  ভয়াবহ তাণ্ডব: ১৩ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫৫ ২১ মে ২০২০  

প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ‘আম্পান’ আছড়ে পড়েছে সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলে। সুপার সাইক্লোন আম্পান কেড়ে নিয়েছে কমপক্ষে ১০ জনের প্রাণ। নিহতদের মধ্যে সন্দ্বীপে একজন, যশোরে দুজন, পিরোজপুরে একজন, পটুয়াখালীর দুজন, ভোলার দুজন ও সাতক্ষীরার একজন। এদের বেশিরভাগই ঝড়ে গাছ বা ঘর চাপা পড়ে মারা গেছেন।

আম্পানের প্রভাবে এসব জেলায় ফসল ও ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  দেশের বিভিন্ন স্থানে অনেক ঘর-বাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে।  বিদ্যুৎহীন হয়ে পড়েন উপকূলের ১০ লাখের বেশি গ্রাহক।

 ভোলা প্রতিনিধি জানান,  উপজেলার চর কচ্ছপিয়া এলাকায় গাছ ভেঙে পড়ে সিদ্দিক ফরিক (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গাছ ভেঙে মাথায় পড়ে আহত হয়েছেন ইয়ানুর বেগমের (৩০) নামের এক নারী।

বরগুনা প্রতিনিধি জানান, বরগুনার পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে যাওয়ার পথে শহীদুল ইসলাম (৬৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। হাফেজ উদ্দিন খালের খেয়া নৌকা উল্টে নিখোঁজ হন সিপিপির স্থানীয় টিম লিডার শাহ আলম মীর। রাতে  তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীতে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গলাচিপা উপজেলায় রাসেদ (৬) নামে এক শিশু ও কলাপাড়ায় শাহ আলম নামে সিপিপি’র এক কর্মীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলার কামালনগর গ্রামে গাছের ডাল ভেঙে পড়ে এক নারী (২০) মারা গেছেন। 

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মঠবাড়িয়ায় একজন দেয়াল চাপা পড়ে মারা গেছেন।


নোয়াখালীর দ্বীপ উপজেলা সন্দ্বীপে আম্পানের প্রভাবে আসা জোয়ারের পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে মো. সালাউদ্দিন (১৮) নামে এক যুবকের। বুধবার দুপুরে সন্দ্বীপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।


যশোরে রাত ১২টার পর থেকে ১৩৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় আম্পান।  চৌগাছা উপজেলায় গাছ চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর