ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
২৮৭

আরো ১০ দিনের রিমান্ডে ‘ক্যাসিনো’ খালেদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৬ ২৭ সেপ্টেম্বর ২০১৯  

গুলশান থানায় দায়ের করা অস্ত্র ও মাদক মামলায় খালেদ মাহমুদ ভূঁইয়ার আরো ১০দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার সাতদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে র‌্যাব। পরে এ দুই মামলা সুষ্ঠু তদন্তের জন্য আরো ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৩ এর এএসপি বেলায়েত হোসেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দিদারুল আলম অস্ত্র মামলায় পাঁচ দিন এবং মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর থানায় করা অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় সাতদিনের রিমান্ডে নেয়া হয় খালেদকে। অস্ত্র মামলায় চারদিন এবং মাদক মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গুলশান থানা সূত্রে জানা গেছে, খালেদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ এর নিজ বাসা থেকে খালেদ মাহমুদকে গ্রেফতার করা হয়।
এসময় তার বাসা থেকে ৪০০ পিস ইয়াবা, লকার থেকে ১০০০, ৫০০ ও ৫০ টাকার বান্ডিল উদ্ধার করা হয়। সেগুলো গণনার পর ১০ লাখ ৩৪ হাজার টাকা পাওয়া যায়। একই সঙ্গে ডলারেরও বান্ডিল পাওয়া যায়। 
ওই দিন খালেদের কাছ থেকে মোট তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। যার একটি লাইসেন্সবিহীন, অপর দুটি লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছে। তিনি রাজধানীর ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবে ক্যাসিনো পরিচালনার হর্তাকর্তা ছিলেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর