ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২০৩

আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে: বুবলী 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৫ ১৭ মে ২০২১  

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান, ক্ষেপণাস্ত্র, বোমা ও ট্যাংক হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিষ্পাপ ফিলিস্তিনিরা। বর্বরোচিত এসব হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে রাজপথে নেমে আসছে মানুষ। এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে; জানতে চেয়েছেন বুবলী।

 

রোববার রাতে ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা বুবলী লিখেছেন, ‘করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তান্ডব চলেছে ইসরায়েলের! ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারিসারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ, ভাবতেই গাঁ শিওরে ওঠে।’

 

তিনি লেখেন, ‘নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহিতা চাওয়ারও কেউ নেই! এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তান্ডব? বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর