ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১২ পৌষ ১৪৩১
good-food
১৯

আল্লুকে ৪ ঘণ্টা জেরা, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৫ ২৫ ডিসেম্বর ২০২৪  

গত সোমবার আল্লু অর্জুনের হায়দরাবাদের বাড়িতে পাঠানো হয়েছিল আইনি নোটিশ। এতে মঙ্গলবার তাকে চিক্কড়পল্লি থানায় তলব করা হয়। ওই দিন সকালেই সেখানে হাজির হন তিনি।

 

এজন্য ভোরে নিজের জুবিলি হিল্সের বাড়ি থেকে কালো গাড়িতে চেপে রওনা দেন আল্লু। পরে থানায় তাকে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসবাদ করা হয়। এরপরই তার নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়।

 

গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২— দ্য রুল’ ছবির প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে ভিড় ছিল উপচে পড়া। এসময় পদপিষ্ট হয়ে ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। তার নাবালক পুত্র গুরুতর আহত হয়। সে এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় আল্লুর নিরাপত্তারক্ষীকে।

 

গুঞ্জন রয়েছে, অভিনেতার নিরাপত্তারক্ষী অ্যান্থনি সেখানে অন্য দেহরক্ষীদের জড়ো করেছিলেন। এমনকি ওই দিন প্রেক্ষাগৃহের বাইরে আল্লুর বেশ কিছু অনুরাগীকে তারা ধাক্কাও দেন বলে অভিযোগ উঠছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই ঘটনাস্থলে নিয়ে গিয়ে তেলঙ্গানা পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করতে পারে।

 

থানায় আল্লুর সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা ও শ্বশুরমশাই। এর আগে অভিনেতা দাবি করেন, প্রিমিয়ারের দিন প্রেক্ষাগৃহে উপস্থিত না থাকার জন্য কোনও নির্দেশ ছিল না। যদিও পুলিশ তার দাবি নস্যাৎ করে দিয়েছে।
 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর