ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৮৯

আসিফের জীবনী উঠে আসছে বইয়ের পাতায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১৫ ১৯ জুন ২০২১  

আসিফ আকবরের জীবনে রোমাঞ্চকর গল্প ওঠে আসছে বইয়ের পাতায়। কণ্ঠশিল্পী হিসেবে তার উত্থান, রাজনীতির মঞ্চে আবির্ভাব ও হাজতবাস-সব কথাই থাকবে এই জীবনীতে। নাম প্রকাশ না হওয়া বইটি লিখেছেন বিশিষ্ট লেখক সোহেল অটল। 


অটল বলেন, ‘গল্প লেখক হিসেবে শিল্পী আসিফ আকবরের জীবনের ঘটনাপ্রবাহ আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। তার জীবনের পরতে পরতে রোমাঞ্চকর বিষয়াদি রয়েছে। এটি একজন ফিকশন রাইটার হিসেবে আমাকে উদ্বুদ্ধ করেছে। অন্যদিকে শিল্পী আসিফ আকবর সমাজের আলোচিত মানুষ। তার জীবনের না-বলা ঘটনাপ্রবাহের প্রতি সাধারণ মানুষেরও আগ্রহ রয়েছে। সত্যি বলতে, এ জীবনী গ্রন্থে এমন কিছু থাকছে, যা অনেককেই চমকে দিতে পারে।’


নিজের জীবনী নিয়ে বই সম্পর্কে আসিফ বলেন, ‘নানান সময়ে পত্রপত্রিকা কিংবা টেলিভিশন ইন্টারভিউয়ে আমার জীবনের খণ্ডিত অংশ উঠে এসেছে। সব সময় সব কথা বলতেও পারিনি। বলাও যায় না। এবার মনে হলো- জীবনী গ্রন্থে সেসব অজানা গল্প লিপিবদ্ধ হয়ে থাকুক। সোহেল অটল বেশ ভালো লেখেন। তাকেই এটা লেখার উপযুক্ত মনে হয়েছে আমার।’


এর আগে অনেকটা জীবনী গ্রন্থের মতোই আরেকটি বই প্রকাশ হয়েছে আসিফ আকবরের। সেটির নাম ছিল ‘পোটকরা টু ম্যানহাটন’। তবে সেটি সাজানো হয়েছিল এই শিল্পীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে।
 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর