ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
১৩৭০

ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৭ ১৫ ফেব্রুয়ারি ২০১৯  

বিশ্ব ইজতেমার ৫৪তম আসরের প্রথম দিনে লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। ফজরের নামাজের পর মবয়ানের মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ শুরু হয়।

ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মো. মাহফুজুর রহমান জানান, পাকিস্তানের মাওলানা জিয়াউল হক উর্দু ভাষায় মূল বয়ান শুরু করেন। বাংলাদেশের মাওলানা নূরুর রহমান বয়ান বাংলায় তরজমা করে শোনান। ইজতেমার মঞ্চ থেকে মূল বয়ান উর্দুতে হলেও তাৎক্ষণিকভাবে ২৪টি ভাষায় তা তরজমা করে শোনানো হচ্ছে।

জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের শীর্ষ মুরুব্বী কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. জোবায়ের।

ছুটির দিনেও গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করার জন্য ভোর থেকেই পায়ে হেঁটে আসতে থাকেন।

গাজীপুরের জেলা প্রশাসক . দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যা, আনসার সদস্যরা কয়েকটি স্তরে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, ইজতেমার ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অনেক মুসল্লি বাটা রোডসহ অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান নিয়েছেন।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর