ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২১৪

ইরানে হামলা: নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো অস্ট্রেলিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৫ ১৯ এপ্রিল ২০২৪  

রানের হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে দেশ দুটি কখনো একে অন্যের ভূমিতে সরাসরি হামলা করেনি। ইসরায়েলের এই হামলার পর মধ্যপ্রাচ্য ও এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থার মধ্যেই এবার নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলেছে অস্ট্রেলিয়া।

 

এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দেশটি। শুক্রবার, (১৯ এপ্রিল) বিবিসি এই খবর জানিয়েছে। বিবিসি  বলছে, ইরানের ওপর ইসরায়েলি হামলার খবরের পর অস্ট্রেলিয়া তার নাগরিকদের ইসরায়েল ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের স্মার্টট্রাভেলার অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ বলেছে, সারা অঞ্চলজুড়ে ইসরায়েল ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে সামরিক প্রতিশোধ এবং সন্ত্রাসী হামলার উচ্চ হুমকি রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে।

 

এতে আরও বলা হয়, আমরা ইসরায়েল বা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে থাকা অস্ট্রেলিয়ানদের ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর