ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৯৫

ইসলামে হিজাব ঐচ্ছিক নয়, বাধ্যতামূলক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৭ ২১ ফেব্রুয়ারি ২০২২  

ভারতজুড়ে এখন হিজাব বিতর্ক চলছে। কর্ণাটকের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এর সূত্রপাত হলেও এখন এ নিয়ে গোটা দেশে চলছে উত্তেজনা। বড় বড় তারকা থেকে শুরু করে অনেকেই এ নিয়ে কথা বলেছেন। আর এবার সেই হিজাব বিতর্ক নিয়ে নিজের মতামত জানিয়েছেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম।

 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ভেরিফাইড প্রোফাইলে নিজের মতামত তুলে ধরেন অভিনেত্রী জাইরা। তিনি লিখেছেন, হিজাব ইসলাম ধর্মে ঐচ্ছিক নয়, বাধ্যতামূলক।

 

জাইরা আরও লিখেছেন, একজন নারী যখন হিজাব পরেন তখন তিনি আল্লহর কাছ থেকে পাওয়া একটি দায়িত্ব পালন করেন। যিনি আল্লাহকে ভালোবাসেন এবং যার কাছে নিজেকে সমর্পণ করেছেন।

 

এছাড়াও অভিনেত্রী মুসলিম নারীদের যেভাবে হিজাব এবং পড়াশোনার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য করার ব্যাপারে প্রতিবাদ করেছেন।

 

প্রসঙ্গত, জাইরা ওয়াসিম ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার জন্য পুরস্কার জিতেছেন। ২০১৯ সালে তিনি হঠাৎ করেই অভিনয় থেকে দূরে সরে যান। তখন তার কাছে মনে হয়েছিল, ইসলাম ধর্মাবলম্বী হয়ে অভিনয় করা ধর্মের বিরুদ্ধাচরণ করা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর