ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৭৩৩

ইসলাম কবুল করে নিজের নাম ফাতেমা রাখলেন ব্রিটিশ তরুণী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৫ ২৬ জানুয়ারি ২০২২  

লন্ডনে ২২ বছর বয়সী খ্রিস্টান তরুণী গ্যাব্রিলা সম্প্রতি পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। লন্ডনের ইসলামি কেন্দ্রে নবী নন্দিনী হজরত ফাতেমা জাহরা (সা. আ.)’র জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি মুসলমান হওয়ার ঘোষণা দেন এবং নিজের নাম পরিবর্তন করে ‘ফাতেমা’ নামটি বেছে নেন।

 

তিনি ফাতেমা নামটি বেছে নেওয়ার পর বলেছেন, ‘এই নামটি নিজের জন্য বেছে নিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।’


 
ব্রিটিশ এই তরুণী বলেন, তিনি প্রথম দিন কুরআন পড়ার পর নিজের মধ্যে প্রশান্তি অনুভব করেন। পবিত্র কুরআন তার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে বলে জানান নওমুসলিম ফাতেমা। তিনি বলেন, পবিত্র কুরআনে রয়েছে শান্তির বার্তা।

 

তিনি বলেন, সব মুসলমানই এই মহীয়সী নারী হজরত ফাতেমা (সা. আ.)-কে নিজেদের আদর্শ হিসেবে অনুসরণ করতে পারেন। তিনি ছিলেন কর্মঠ ও প্রাণোচ্ছল।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর