ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৬২

ঈদের টানা ছুটি শুরু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৬ ১৯ এপ্রিল ২০২৩  

সরকারি কর্মচারীদের ভাগ্য সু প্রসন্ন। বুধবার (১৯ এপ্রিল) শবে কদরের এবং বৃহস্পতিবার নির্বাহী আদেশে মিলিয়ে এবার ঈদুল ফিতরে ৫ দিনের ছুটি পেয়েছেন তারা। তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে তা একদিন বাড়বে।


এবার আসন্ন ঈদুল ফিতর ঘিরে প্রায় ৫ দিনের লম্বা ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। পবিত্র রমজানের রোজা শেষে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে নাড়ির টানে গ্রামের বাড়িতে যাওয়ার  প্রস্তুতি নিচ্ছেন মানুষ। শেষ কর্মদিবসে সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা।

 

কাজে ঢিলেঢালা ভাব ছিল। ছুটি আগেভাবে হওয়ায় মঙ্গলবার রাতেই ঢাকা ছাড়ার তাড়া ছিল সবচেয়ে বেশী। যারা যাবেন না বলে মনস্থির করেছিলেন তারাও লম্বা ছুটি পেয়ে রাজধানী ছেড়ে গ্রামে ছুটছেন ঈদ করার জন্য। 

 

এবার রমজান মাস ২৯ দিন হিসাবে ২২ এপ্রিল শনিবার পবিত্র ঈদুল ফিতর হতে পারে ধরে নিয়ে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার। সে অনুযায়ী ২১ থেকে ২৩ এপ্রিল তিন দিনের ঈদের ছুটি নির্ধারিত রয়েছে।

 

এর আগে ১৯ এপ্রিল পবিত্র শবেকদরের ছুটি রয়েছে। মাঝখানের দিনটি অর্থাৎ ২০ এপ্রিল বৃহস্পতিবারও সরকারের নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এবার ঈদের ছুটি দাঁড়াচ্ছে কমপক্ষে পাঁচ দিন। তবে রোজা ৩০টি হলে ছুটি  আরও এক দিন বাড়বে। সে ক্ষেত্রে টানা ছয় দিনের ঈদের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর