ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭১৪

ঈদে তিন ছবি মুক্তি পেলেও হল দর্শকশূন্য

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩২ ৯ জুন ২০১৯  

এবার ঈদে তিনটি ছবি মুক্তি পেয়েছে। তবে দর্শকশূন্য প্রায় প্রতিটি হল। গল্পের মান ও নির্মাণে নতুনত্ব না থাকায় হতাশ দর্শকরা। প্রত্যাশা অনুযায়ী টিকিট বিক্রি না হওয়ায় কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন হল মালিকরা।

হলের সুদিন ফিরিয়ে আনতে আরো বেশি ছবি মুক্তির দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ।  পাশাপাশি বিশ্বমানের ছবি তৈরিতে পরিচালকদের নজর দেয়ার পরামর্শ দিয়েছেন তারা।

ঈদের পরে রাজধানীর হলগুলোর বাইরের চিত্রই বলে দেয় বাংলা ছবির জনপ্রিয়তার পারদ নিম্নমুখী। বছরখানেক আগেও কাউন্টারগুলোতে টিকিট বিক্রিতে ধুম পড়তো। এবার দর্শক খরায় ভুগছে হলগুলো।

হলের এক টিকিট বিক্রেতা বলেন, আগে হাউসফুল থাকতো। এখন ১৫/২০টা টিকিটও বিক্রি হয় না।

ভেতরের চিত্র আরো করুণ। সারি সারি চেয়ার সাজানো রয়েছে। তবে আসনশূন্য দর্শক গ্যালারি। এজন্য ভালো ছবির অভাবকেই দায়ী করছেন তারা।

হল মালিকের তথ্য মতে, এ হলটিতে ১ হাজার আসন সংখ্যা থাকলেও সরেজমিনে মাত্র ১০/১৫ জন দর্শকের দেখা পাওয়া যায়।

রাজমনি সিনেমা হল ব্যবস্থাপক স্বপন রায় বলেন, ছবিই নাই! প্রোডাক্ট দিলে হল চলবে। সেটাই নাই। আমাদের বোনাস-বেতন পর্যন্ত মালিক নিজের ঘর থেকে এনে দিচ্ছেন।

হল মালিকদের তথ্যমতে, সারাদেশে ২৮২' টি হলে এবার মুক্তি পেয়েছে মোট তিনটি ছবি। সেগুলো হলো নোলক, পাসওয়ার্ড ও বয়ফ্রেন্ড।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর