ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
১৭৩০

ঈদ উল আযহা ১২ আগস্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৬ ২ আগস্ট ২০১৯  

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে কোরবানির ঈদ হবে ১২ আগস্ট। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। 
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার থেকে এ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে এবার ঈদুল আজহা উদযাপিত হবে ১২ আগস্ট (সোমবার)।
১০ জিলহজ ঈদুল আজহা উদযাপিত হয়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেয়া হয়। এর মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করার চেষ্টা করা হয়। এটি ইসলামের শিক্ষা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়। ফলে সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ১১ আগস্ট। এর আগের দিন হবে হজ।
সারাবিশ্ব থেকে হজ করতে সৌদি আরবে জড়ো হচ্ছেন লাখো মানুষ। সেদিন আরাফাতের ময়দানে অবস্থান করবেন তারা। ঈদের সকালে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে তাদের হজের আনুষ্ঠানিকতা। এদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার মানুষ হজে যাচ্ছেন।
 

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর