ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৪৩

ঈদ শেষেই ঢল নামে ঢাকামুখী মানুষের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:১৩ ২২ জুলাই ২০২১  

ঈদের ছুটি শেষে  শুক্রবার  ভোর থেকে আবারও দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ (লকডাউন) শুরু। এ কারণে ঈদের খুশি স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে না করতেই কর্মস্থলে ফেরে মানুষ। তবে  টানা ১৪ দিনের লকডাউনের কারণে অনেকে আবার গ্রামেও ফিরে যান।

 

বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ। কমলাপুর স্টেশন, সায়েদাবাদ, মহাখালী ও গাবতলীতে ঘরে ফেরা মানুষের প্রচন্ড ভীড়। এই সুযোগে বাস কোচ ও গণ পরিবহনে গলাকাটা ভাড়া আদায় করা হচ্ছে। দ্বিগুণ ভাড়া আদায় করা হলেও কোথাও তেমন তদারকি চোখে পড়েনি। 


পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে শুরু হয়েছে ঢাকামুখী মানুষ পারাপারের ব্যস্ততা। বেলা বা[ড়ার সাথে সাথে ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়ছে।

 

 পাশাপাশি রয়েছে দ্রুততম সময়ে স্বজনদের রেখে আসার বেদনা। প্রিয়জনদের সাথে ঈদ করতে খুলনায় গিয়েছিলেন গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি। তিনি বলেন, মাত্র দুই দিনের ব্যবধানে আবার ঢাকায় ফিরতে হচ্ছে। অনেকদিন পর গিয়ে দুইদিনেই ফিরে আসা কষ্টদায়ক। বাড়িতে যেতে না যেতেই ফেরার সময় হয়ে যায়। তাই ঈদের আনন্দ থাকলেও কিছুটা খারাপও লাগছে।

 

সাকিব ঢাকাতেই ঈদ করেছেন। তবে দুই সপ্তাহের বিধিনিষেধের সময় গ্রামের বাড়িতে কাটাবেন বলে বৃহস্পতিবার ভোরেই রওনা হয়েছেন কুষ্টিয়ার উদ্দেশে। তবে আদৌ দুই সপ্তাহ পর ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে তার। 


 
বিআইডব্লিউটিসি জানায়, ঢাকামুখী মানুষের চাপ সামলাতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ৩৩টি লঞ্চ ও ১৯ ফেরি চালু রাখা হয়েছে।

 

ঘাট ব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, ঈদে শেষ কর্মস্থল ফেরা মানুষের যত চাপই হোক বিআইডব্লিউটিসি প্রস্তত রয়েছে। সবগুলো ফেরি সার্ভিসে নিয়োজিত আছে। ঈদে সেবা দেওয়ার জন্য কাউকে ছুটি দেওয়া হয়নি। আমরা সর্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর