ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৭০৩

উচ্চমাধ্যমিক না টপকেই সংসদে ১২ সাংসদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৭ ৮ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গত সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর–রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সম্পর্কে এমন তথ্য গণমাধ্যমে তুলে ধরেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

এসএসসি পাশ করেন নাই এমন ১২ সাংসদের ১১ জনই রয়েছে মহাজোটে এবং ঐক্য ফ্রন্টের আছেন একজন।
মহাজোটে স্নাতক পাশ রয়েছেন ১২২ জন এবং স্নাতকোত্তর রয়েছেন ১২৪ জন সাংসদ।

একাদশ জাতীয় নির্বাচনে শপথ নেওয়া সংসদ সদস্যদের ১৮২ জনই  পেশায় ব্যবসায়ী। শতাংশের হিসাবে যা ৬১.৭ শতাংশে দাড়ায়।
১৮২ জন ব্যাবসায়ী সাংসদের মধ্যে ১৭৪ জনই মহাজোটের। শতাংশের হিসাবে মহাজোট থেকে নির্বাচিত সাংসদের ৬০.৪১ শতাংশই ব্যাবসায়ী।


সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এই নির্বাচনে অনেক প্রার্থীই তাদের হলফনামা ঠিকভাবে পূরণ করেনি, অসম্পূর্ণ রেখেছেন। অনেকে পেশা উল্লেখ করেননি, সম্পদের হিসেব দেননি।