ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৬৪

এই শাকিব খানকে আগে দেখেনি কেউ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৮ ২১ জুন ২০২৩  

দুই দশকের বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় কাজ করছেন তিনি, আর প্রায় একযুগ ধরে ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করছেন। তবে এমন লুকে কখনও দেখা যায়নি তাকে। যে লুক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। বলছি চিত্রনায়ক শাকিব খানের কথা।


মঙ্গলবার ৬টার প্রকাশ পেয়েছে তার আসন্ন সিনেমা ‘প্রিয়তমা’ তৃতীয় লুক। যা দেখে শুধু শাকিবের ভক্ত-অনুরাগীরাই নয়, ঢাকার সিনেমার বহু তারকা মুগ্ধতা প্রকাশ করেছেন।


লম্বা সাদা চুল। গালভরা লম্বা পাকা দাড়ি। চেহারায় বলিরেখা। সাদা পাঞ্জাবি ও দাগওয়ালা পাজামা পরে বসে আছেন এক বৃদ্ধ। যেন জীবন সায়হ্নে এসে বসে অপেক্ষা করছেন আর ভাবছেন প্রিয় কোনো মানুষকে।

 

এই লুকটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘আছি তোমারই অপেক্ষায়…।’

 

মুহূর্তে ভাইরাল হতে শুরু করে শাকিবের সেই পোস্ট। চার ঘণ্টার ব্যবধানে ১ লাখ ১৬ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে পোস্টটিতে। মন্তব্য পড়েছে ২১ হাজারের বেশি। যার বেশিরভাগ মন্তব্য মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। ইতোমধ্যে সেই পোস্টটি শেয়ার হয়েছে ৪ হাজারেরও বেশি।

 

এই পোস্ট শেয়ার করেছেন ‘প্রিয়তমা’ সিনেমা পরিচালক হিমেল আশরাফও। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘শুরু থেকেই বার বার বলে আসছিলাম, এই শাকিব খানকে কেউ দেখেনি আগে। এখনও অনেক কিছু বাকি। সিনেমা হলে দেখা হবে।’

 

এদিকে শাকিবেই সেই লুক নিজেদের ফেসবুক ওয়ালে পোস্ট করে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন, পরীমণি, ববি, ইমন, নিরব, জাহারা মিতুসহ বহু তারকা।


আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর