ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৮৩৫

একই পরিবারে ৪ জন খুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪২ ১৭ জুলাই ২০২০  

টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মাস্টারপাড়া মহল্লার ওই বাড়িতে লাশগুলো পাওয়া যায়।

নিহতরা হলেন উসমান গনি (৪০), তার স্ত্রী কাজিরন বেগম (৩৫), পুত্র তাজুল (১৭) এবং কন্যা সাদিয়া (৮)।

উসমান গনির বড় মেয়ে সোনিয়া বলেন, গতরাতে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে একাধিকবার ফোন দিই। কিন্তু কাউকে না পেয়ে চিন্তিত হয়ে পড়ি। পরে আমার এক মামীকে খোঁজ নেয়ার জন্য সেখানে পাঠায়। উনি গিয়ে দেখেন বাইরে থেকে ঘরে তালা মারা। জানালা দিয়ে উঁকি মেরে দেখেন ভেতরে খাটের ওপর বাবার লাশ পড়ে রয়েছে। পরে থানায় ফোন দিলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসায় মোট চারটি রুম। এক রুমে উসমানের গলাকাটা লাশ বিছানায় পড়ে রয়েছে। পাশের রুমে একই খাটে কাজিরুন ও সাদিয়ার জবাই করা লাশ আছে। অপর কক্ষে খাটের নিচে তাজুলের গলাকাটা লাশ রয়েছে। রুমে হাতুড়ি ও কুড়াল দেখতে পাওয়া গেছে।

মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে-সবাইকে ধারালো কিছু দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। কী করণে তাদের খুন করা হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর