ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৭০

একগুঁয়ে মানুষকে যেভাবে সামলাবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০১ ২৭ মে ২০২১  

জীবনে চলার পথে এমন কিছু মানুষের দেখা মেলে, যারা সবসময়ই নিজের মতামতকে প্রাধান্য দেয়। অন্যের কথা এরা শুনতে চায় না। অন্যের কথায় যু্ক্তি আছে, তা মানতে চায় না। ব্যক্তিগত বা পেশাদারী জীবনে এমন মানুষের সঙ্গে চলতে হলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে।


তবে কিছু পদ্ধতি অনুসরণে এমন মানুষকে সামলানোও সম্ভব। এজন্য কয়েকটি উপায় দেওয়া হলো এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস-


স্ব অবস্থানে থাকুন 
একজন একগুঁয়ে মানুষের সঙ্গে আচরণে আপনিও যদি একগুঁয়ে হয়ে যান, তাহলে তা অচলাবস্থা তৈরি করবে। আর এ অচলাবস্থা কখনোই ভালো কোনো ফল বয়ে আনবে না। তাই প্রয়োজন স্পষ্ট অবস্থান প্রকাশ এবং অন্যকে তা জানিয়ে দেওয়া। 


এরপর এ অবস্থানের পেছনের কারণ তাকে জানিয়ে দিন। বিষয়টি নিয়ে আলোচনা করুন এবং সমস্যা সমাধানের চেষ্টা করুন। শুধু সমস্যার পেছনে নয় বরং সমস্যা সমাধানের চেষ্টা করুন যেন সামনে এগিয়ে যাওয়া যায়।


বিদ্রুপ পরিহার
বিদ্রুপের মাধ্যমে যদি কোনো ব্যক্তির আচরণের প্রতিবাদ করেন, তাহলে তা হিতে বিপরীত হতে পারে। অনেক সময় কোনো বিদ্রুপ করা হলে তা মানুষকে সেই বিষয়ে আরও একগুঁয়ে করে তোলে। 

এতে এটি ব্যক্তিগত পর্যায়ে চলে যায় এবং সমস্যা সমাধানের পথ রুদ্ধ হয়ে যায়। তাই বিদ্রুপ পরিহার করে সঠিক বিষয়টি নিয়েই এগিয়ে যান এবং সমস্যা সমাধানের চেষ্টা করুন।


অন্য দিকটিও দেখুন
কোনো বিষয়ে অপর পক্ষের একগুঁয়ে মনোভাব যেমন আশা করেন না, তেমন আপনার একগুঁয়ে মনোভাবও অপর পক্ষ আশা করে না। তাই যেকোনো বিষয় নিয়ে তর্ক করতে হলে মনে রাখতে হবে, আপনার কথায় যুক্তি থাকলে অন্য পক্ষ তা মেনে নেবে। একই ভাবে, অন্যদের কথায় যুক্তি থাকলে আপনারও তা মেনে নেওয়ার প্রস্তুতি থাকতে হবে।