ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭৯

একদিনে রেকর্ড ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৯ ১৮ অক্টোবর ২০২২  

দেশে  ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের  রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৯০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এটি এবছরের সর্বোচ্চ শনাক্ত। আগের দিন শনাক্ত হয়েছিল ৮৫৭ জন। একইসাথে মঙ্গলবার ৩ জনের মুত্যু হয়েছে। 

 

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের  ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২২৭ জনে। স্বাস্থমন্ত্রী সতর্ক করে বলেছেন, অবস্থা চলতে থাকলে হাসপাতালে রোগীর জায়গা দেয়া সম্ভব হবে না। 

 

এদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এবছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ৯৯ জনের মৃত্যু হলো। চলতি বছরে ২৬ হাজার ৯৩৮ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ১৯ হাজার ৪৯৮ জন রাজধানী ঢাকায় এবং ৭ হাজার ৪৪০ জন রোগী ঢাকার বাইরের।

 

 

চলতি মাসের ১৮ দিনে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৮৪৬ জন এবং মারা গেছেন ৪৪ জন। যা সেপ্টেরের চেয়েও বেশি আক্রান্ত ও মৃত্যু। সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছিল ৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর