ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
২৭৬

এক রাতেই কবরস্থান থেকে ১৫ কঙ্কাল চুরি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৫:২২ ২০ মার্চ ২০২৪  

পাবনায় রাতের বেলায় কালো পোশাক পরা একদল মানুষ কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কবরস্থানের আশপাশের এলাকাতেও ভর করেছে আতঙ্ক।

 

মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাতে জেলার বেড়া উপজেলার খাস আমিনপুর কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়। ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয়রা বিষয়টি টের পান। 

 

স্থানীয় রেখা খাতুন নামে এক নারী জানান, রাতে কালো পোশাক পরা একদল মানুষ কবরস্থান থেকে বের হয়ে গেছে। তার দাবি, ওই লোকগুলোই কঙ্কাল চুরি করেছে।

 

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-উর-রশীদ জানান, ঘটনার পরপরই তদন্তে নেমেছে পুলিশ। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর