ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০৮

এখন যারা নাশকতা করছে তারা কেউই শিক্ষার্থী নয়, সন্ত্রাসী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৫:০৭ ৫ আগস্ট ২০২৪  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা তারা কেউই শিক্ষার্থী নয়। ওরা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে হবে। এজন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই।

 

রবিবার (৪ আগস্ট) গণভবনে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি।এদিন সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে তিন বাহিনীর প্রধানসহ ২৭ জন সদস্য ছিলেন।

 

এতে জাতীয় নিরাপত্তা কমিটির সব সদস্য, স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।

 

জাতীয় প্রতিরক্ষা নীতি-২০১৮ অনুমোদিত হওয়ার পর ২০১৯ সালের মার্চে গঠিত হয় এই কমিটি। সেই থেকে দেশের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সমস্যা পর্যালোচনা করে থাকে তারা। ২০২৩ সালের পর এটি হবে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির প্রথম বৈঠক।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর