ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৩৪১

এডিস মশা যেভাবে চিনবেন, যখন কামড়ায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৬ ৩০ জুলাই ২০১৯  

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ জ্বরের জীবাণু বহন করে এডিস মশা। স্বভাবতই এ নিয়ে বিভিন্ন তথ্য জানতে উদগ্রীব জনসাধারণ।

এডিস মশা খালি চোখে দেখে চেনা যায় কি না, এটি কখন কামড়ায় কিংবা এ মশা শরীরের বিশেষ কোনো জায়গায় কামড়ায় কি না – সোশ্যাল মিডিয়ায় এরকম প্রশ্ন তুলছেন তারা।

এডিস মশা দেখতে যেমন

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের ম্যালেরিয়া ও ডেঙ্গু বিষয়ক কর্মসূচির ব্যবস্থাপক এম. এম. আখতারুজ্জামান জানান, ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা খালি চোখে দেখে শনাক্ত করা সম্ভব।

তিনি বলেন, এ জাতীয় মশার দেহে সাদা কালো ডোরা কাটা দাগ থাকে।এ কারণে এটিকে টাইগার মশা বলা হয়। এ মশা মাঝারি আকারের হয়ে থাকে। এর অ্যান্টিনা বা শুঙ্গটিতে কিছু লোম থাকে। অনেকটা দাড়ির মতো দেখতে। পুরুষ মশার অ্যান্টিনায় স্ত্রীর চেয়ে অপেক্ষাকৃত বেশি লোম থাকে।

এডিস মশা যখন কামড়ায়

ডা. আখতারুজ্জামান জানান, শুধু দিনের আলো থাকাকালীন এডিস মশা কামড়ায়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এটি মানুষকে কামড়ায়। তবে এ হার সবচেয়ে বেশি থাকে সূর্যোদয়ের পর দুই-তিন ঘণ্টা এবং সূর্যাস্তের আগের কয়েক ঘন্টা। রাতে তা কামড়ায় না।

শরীরের সব জায়গায় কামড়ায় এডিস মশা

এডিস মশা শুধু মানুষের পায়েই কামড়ায়। সম্প্রতি দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ার পর সামাজিক মাধ্যমে এমনটি চাউর হয়। তবে ডা. আখতারুজ্জামান নিশ্চিত করেন,  এটি শুধু পায়ে কামড়ায়-এ দাবি ভিত্তিহীন। সাধারণত মানুষের পা অনাবৃত থাকে। তাই সেখানে কামড় দেয়্। তবে সেটি শরীরের সব জায়গায় কামড়াতে পারে।

এডিস মশা একবার কামড়ালেই ডেঙ্গু হয়

এডিস মশা কামড়ালে যে মানুষের ডেঙ্গু জ্বর হবেই, বিষয়টি এমন নয় বলে জানান ডা. আখতারুজ্জামান। পরিবেশে উপস্থিত ভাইরাস সেটির মধ্যে সংক্রমিত হলে সম্ভাবনা থাকে। তিনি বলেন, এডিস মশা ভাইরাস সংক্রমিত থাকা অবস্থায় কামড়ালে সুস্থ মানুষের ডেঙ্গু হতে পারে। জ্বরে আক্রান্ত ব্যক্তিকে এ মশা কামড়ালে সেটির মধ্যে ভাইরাস সংক্রমণ হওয়ার সুযোগ থাকে। এডিস মশা সাধারণত একাধিক ব্যক্তিকে কামড়ায়। তাই ভাইরাস জ্বরে আক্রান্ত কোনো ব্যক্তির শরীর থেকে এর মধ্যে ভাইরাস সংক্রমণ হতে পারে। পরে ওই মশার কামড়ে ডেঙ্গু হয়।