ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৫৩

এতিমখানায় খাওয়াবেন ‘হাবু ভাই’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৫ ৩০ আগস্ট ২০২৩  

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ চরিত্রের কারণে সবাই তাকে ‘হাবু ভাই’ নামেই চেনে। সম্প্রতি বিয়ে করেছেন এ অভিনেতা। বিয়ের কোনো রিসিপশন অনুষ্ঠান করবেন না বলে তিনি জানিয়েছেন। 


 বিয়ের দিন বলেছিলেন, ঢাকায় বড় করে রিসিপশন অনুষ্ঠান করবেন। কিন্তু সেটা আর হচ্ছে না। রিসিপশন অনুষ্ঠান না করে সেই টাকায় কয়েকটি এতিমখানায় খাওয়াতে চান এই অভিনেতা। স্ত্রী তুলতুলের সম্মতিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমার অনেক শুভাকাঙ্ক্ষী। অনেক বন্ধুবান্ধব। তুলতুলের পরিবারেও অনেক মানুষ।

আমি বড় করে অনুষ্ঠান করতে গেলে ইচ্ছাকৃতভাবে বা মনের অজান্তেই অনেকে হয়ত বাদ পড়তে পারেন। এই কারণে সেটা চাচ্ছি না। আমার রিসিপশনে যে টাকাটা খরচ হত সেটা আমি এতিমখানায় দিয়ে দেব। 
চাষী আলম আরো বলেন, আমি একবেলা খাওয়াতে রাজি না। খাওয়ালে ভালোভাবে খাওয়াবো। একটা এতিমখানায় তিন দিনের যে খরচ হয় সেটা দিয়ে দেব। এমন চার/পাঁচটা এতিমখানায় খাওয়াব। এ ছাড়া সেখানে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে দেব- যাতে তারা সেগুলো অনেকদিন ব্যবহার করতে পারে।

চাষী আলমের স্ত্রী তুলতুলের ডাক নাম মোহনা। রাজধানীর বাড্ডায় পরিবারের সঙ্গে থাকেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট সে। মা গৃহিণী এবং বাবা ব্যবসায়ী। মাঝে দুই বছর পড়ালেখা বন্ধ ছিল তার। তবে গত বছর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন তুলতুল। স্বামীর এমন সিদ্ধান্তে তিনিও অনেক খুশি। তুলতুল বললেন, ও (চাষী আলম) আমাকে বলেছে, আমি এটা করতে চাই। তখন আমি বলেছি, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ভাল কাজ। বরং আমি খুশিই হয়েছি।
 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর