ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৪২৩

এনজিওকর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, ভ্যানচালক আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৪ ১১ অক্টোবর ২০২০  

বাগেরহাটের ফকিরহাটে এনজিওকর্মীকে গণধর্ষণ এবং ভিডিও ধারণের অভিযোগে ভ্যানচালককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মামুন(২৭)। রোববার দুপুরে ফকিরহাটের জারিয়া মাইট কুমড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভিডিও ধারণ করা মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

 

এর আগে সকালে ৪ জনের বিরুদ্ধে গণধর্ষণ এবং ভিডিও ধারণের কথা উল্লেখ করে থানায় অভিযোগ করেন ২৫ বছর বয়সী ওই নারী। অভিযুক্তরা হলেন জারিয়া মাইট কুমড়া এলাকার রাজমিস্ত্রি ফিরোজ (২৮), দিনমজুর মুসা (২৬), ভ্যানচালক রাজু (২৯) ও মামুন (২৭)।

 

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ওই এনজিওকর্মীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ভ্যানচালক মামুনকে আটক করেছি। তার কাছ থেকে সংশ্লিষ্ট ভিডিওসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অন্য অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 

তিনি বলেন, ওই নারী যে বাড়িতে ভাড়া থাকতেন, তার রুমের পাশে ছেলে শিক্ষার্থী থাকতেন। অভিযুক্ত ওই ৪ ব্যক্তি শনিবার গভীর রাতে যুবতীর ঘরে প্রবেশ করে। ছেলে শিক্ষার্থীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে বলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে তারা। একপর্যায়ে তাকে ধর্ষণ করে দুর্বত্তরা। বিষয়টি ভালো করে খতিয়ে দেখা হচ্ছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর