ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩২৬

এপিএস অ্যাওয়ার্ড জিতল ‘রেহানা মরিয়ম নূর’ ও বাঁধন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৪০ ১২ নভেম্বর ২০২১  

১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড (এপিএসএ)-এ যুগ্মভাবে দ্বিতীয় স্থান তথা জুরি গ্র্যান্ড প্রাইজ লাভ করেছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ছবি 'রেহানা মরিয়ম নূর' (২০২১)। আর সিনেমার মূল চরিত্রে অভিনয় করা বাঁধন জিতেছেন সেরা নারী অভিনেত্রীর পুরস্কার।

 

অস্ট্রেলিয়ান পরিচালক লি পুর্সেল-এর প্রথম সিনেমা 'দ্য ড্রোভার'স ওয়াইফ' (২০২১)-ও 'রেহানা'র সাথে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে। জাপানের হামাগুচি রুসুকে'র তৈরি 'ড্রাইভ মাই ক্যাট' (২০২১) সিনেমাটিকে আসরের সেরা চলচ্চিত্র ও সেরা চিত্রনাট্যের সম্মান দেওয়া হয়।

 

এছাড়া, এবারের আয়োজনে ইরানি পরিচালক আসগর ফারহাদি তার 'আ হিরো' (২০২১)-এর জন্য 'অ্যাচিভমেন্ট ইন ডিরেক্টিং' সম্মাননা লাভ করেন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের 'হোম অভ দ্য আর্টস'-এ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ১১টি অঞ্চলের ১০টি সিনেমাকে পুরস্কৃত করা হয়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর